///// শুভেচ্ছা কথা! ////- আলী নিয়ামত, বিজয়ের বাণী ঈদ সংখ্যা প্রকাশিত হচ্ছে জেনে আনন্দিত হলেম। ঈদ উল ফিতর যেমন আনন্দের তেমনি বেদনার! যারা দীর্ঘ ১ মাস রোজা রেখেছেন, দান খয়রাত করেছেন, ইবাদত করেছেন – তাদের জন্য আনন্দের আর যারা এসব থেকে দূরে থেকেছেন – তাদের জন্য বেদনার। এমন কি এদের ঈদের মাঠে গিয়ে নামাজ আদায় করাও বারণ আছে। তবে আল্লাহ মহান, তিনি সব জানেন। তাই তিনি নিজেই বলেছেন, ‘আমার রহমত থেকে নিরাশ হয়ো না! ‘- তাই, যতো অন্যায়, অপরাধ, পাপই আমরা করিনা কেন? আল্লাহর দয়া ও করুণা প্রাপ্তি থেকে নিরাশ হওয়া যাবে না! আসুন, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হই, প্রতি মুহুর্তেই আল্লাহকে স্মরণ করি, সব পাপাচার থেকে দূরে থাকি। – এটাই হোক ঈদ উল ফিতরের মূল চেতনা ও সাধনা। – বিজয়ের বাণী আগামীতে মানুষের মুক্তি আর মানবতার যোদ্ধা হয়ে উঠুক, এ প্রত্যাশাই করছি। প্রীতিভাজন আবল বাশারসহ সংশ্লিষ্ট সবাইকে ঈদ মুবারক!- আলী নিয়ামত, প্রধান সম্পাদক, দৈনিক বঙ্গজননী ও দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরি, ০১৭১১৪৩০৩৫৬
Leave a Reply