সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
‘ঈদ আনন্দে সমতা.ঈদ প্যাকেজ’র শুভেচ্ছা-ঈদ মোবারক এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে এই কর্মসূচী পালন করে সংগঠনটি।
এতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের
সোনাপুর,দৌলতপুর, নাছিমপুর,সারপিন নগর,নছর নগর, মন্তাজ নগর,রহিমের পাড়া ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর,আলমপুর ,কাজিরগাঁও,সৈদাবাদ গ্রামের শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল,ডাল,তেল,পেঁয়াজ,রসুন,আলু,ময়দা,গুড় ইত্যাদি ১হাজার টাকা সম-মুল্যের খাদ্যসামগ্রী বিতরণ করে।
এসময় প্রবাসীদের মহতি এই উদ্যোগের প্রশংসায় বক্তব্য রাখেন স্থানীয়
ইউপি সদস্য ফয়াজ উদ্দিন ফয়েজ,পরিষদ’র সভাপতি আব্দুল হক’র পিতা সমাজ সেবক
চেরাগ আলী, আবুল বশর টেইলার,সফির উদ্দিন,মজমদর আলী টেইলার,মাও আশিকুর রহমান,মাও ফয়জুল ইসলাম আকদ্দুস।
এতে বক্তারা বলেন. পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের রেখে দেশ ছেড়ে বিদেশে প্রবাসের মাটিতে থেকেও প্রবাসী সূর্যসন্তানরা দেশের সুবিধাবঞ্চিত মানুষদের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজেদের অর্থ,শ্রম ও মেধা দিয়ে ঈদ উপহারে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তা খুবি প্রশংসার দাবী দার। দেশের মানুষের জন্য প্রবাসীদের এ ত্যাগ কখনো ভুলার মতো নয়। সবাই প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য,শুভাকাঙ্ক্ষীদের নিকট দেশের মানুষের জন্য তাদের এই মহতি উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত বজায় রাখতে তাদের জন্য দোয়া করেন।
এছাড়াও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দেশের সকল শুভাকাঙ্ক্ষী ও উপহার ভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী খুরশেদ আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন –
পরিষদ সাংগঠনিক সম্পাদক জহিরুল হকের পিতা হাজ্বী ইলিয়াছ আলী ।
অর্থ সম্পাদক শাহ আলম রাজুর পিতা কছির আলী।
সাধারণ সম্পাদক ফারুক আহমেদের বড় ভাই ব্যবসায়ী তেরাব আলী।
সহসভাপতি আব্দুল মোমিনের বড় ভাই আব্দুল আহাদ ,
ব্যাংকার হোসাইন আহমদ,সমাজ সেবক কছির আলী,প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের মালয়েশিয়া সমন্বয়ক প্রবাসী হাফেজ ছমির উদ্দিন,
সাধারণ পরিষদ সদস্য আরজ আলী, আস শাবাব ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আলী,সেক্রেটারি এখলাছ উদ্দিন,ট্রান্সপারেন্সি এডু:সো: সাবেক সভাপতি সালমান হোসাইন প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন করা হয়।
Leave a Reply