সোহেল মিয়া,দোয়ারাবাজার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়ারাবাজারের নরসিংপুর ইউপি'র সাবেক ১নং ব্লক ও বর্তমান ১.২.৩ নং ওয়ার্ডের সর্বসাধারণের সর্মথনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগনেতা হাজ্বী স্বপন মিয়া।
শুক্রবার ১৫ অক্টোবর সন্ধায় চাইরগাঁও বাজারে ১.২.৩ নং ওয়ার্ডের সম্মিলিত একক প্রার্থী বাছাই ও পরামর্শ সভায় হাজ্বী স্বপন মিয়া'কে প্রার্থী হিসেবে বাছাই করা হয়।
সভায় আওয়ামীলীগনেতা মাষ্টার মতক্কিন আলী, মাঈন উদ্দিন আহমদ ও হাজ্বী স্বপন মিয়াকে প্রার্থীতার প্রস্তাব দেওয়া হয়। এসময় হাজ্বী স্বপন মিয়া'কে প্রার্থী নির্বাচন করে প্রতিদ্বন্দ্বীতা করার সমর্থন করে উপস্থিত ১.২.৩ নং ওয়ার্ডবাসী।
১.২.ও ৩ নং ওয়ার্ডবাসীর এই সমর্থনের লক্ষে হাজ্বী স্বপন মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।