সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়কের বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। চোরের দল বাড়ির গেইট, দরজা ও স্টিলের তালা ভেঙে ৫০ মন ধান সহ ঘরে থাকা মালামাল নিয়ে গেছে।
গত শুক্রবার রাতে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেকের গ্রামের বাড়ি উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেকের পরিবারের লোকজন শনিবার সকালে ঘুম থেকে উঠে ধান রাখা ঘরের প্রধান ফটক ও দরজার তালা ভাঙা দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঝুরো হয়ে ঘরে প্রবেশ করে দেখেন ঘরে রাখা ৫০ মন ধান ও ঘরের মালামাল নিয়ে গেছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া ধানের পরিমান ও মালামালের তালিকা করেন।
উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক জানান, শুক্রবার রাতে ঘরের তালাভেঙ্গে ৫০ মন ধান চুরে নিয়ে গেছে, আমার মতো একজন ব্যাক্তির ঘরে যদি এরকম চুরির ঘটনা ঘটে, তাহলে সাধারন মানুষ কতটা শান্তিতে বসবাস করছে এটা বুঝে উঠতে পারছিনা। তিনি চুরদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশের নিকট দাবী জানান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।