মোঃ শামিম আহমদ কবিরঃ দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজারে শাটডাউন উঠে যাওয়ার পর সবকিছু হয়ে গেছে স্বাভাবিক। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পথে ঘাটে হাটে বাজারে বেড়েছে লোকজনের ভিড়। মনে হচ্ছে বন্ধী খাঁচার পাখির মত মুক্ত হয়েছে মানুষ।
মুখে মাস্ক না থাকার কারণ জিজ্ঞেসা করলে অনেকে তাচ্ছিল্য করে বলছে, সাত দিনের জন্য করোনা ছুটি নিয়েছে। আসলে করোনা বলতে কিছু নাই, যাদের ধরছে তাদের পাপ বেশী, আয়ু ফুরালে মানুষ মরবেই।
করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্বের বিষয়ে এখনও সচেতন নয় জনগণ , গায়ের জোরে গলাবাজে মানতে নারাজ সবাই। কঠোর শাটডাউনে যে সংক্রমণ ছিলো তার চেয়ে কত বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে তা বলা মুসকিল বলে মনে করেন সচেতন মহল।
সরেজমিনে দোয়ারাবাজার এর ১ নং বাংলাবাজারে কুরবানি পশুর হাটে গিয়ে দেখা যায় যে, গরুর ও ছাগলের হাটে ক্রেতা বিক্রেতা মানছে না স্বাস্থ্যবিধি। কাঁচা বাজার শপিং মহলেও একই অবস্থা।
সড়ক গুলুতে বেড়েছে যানচলাচল লেগে আছে যানজট। গ্রামীণ কাঁচা পাকা রাস্তায় ছোট্ট বড় যানবাহনে গাদাগাদি করে ছুঁটছে মানুষ। মনে হচ্ছে আজ ঈদের দিন উৎসবের আমেজে ঘুরতে বেড়িয়েছে সবাই।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় কারাগার থেকে বেড়িয়ে মুক্ত বাতাসে ঘুরছে জণগন।
Leave a Reply