সোহেল মিয়া,দোয়ারাবাজারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নরসিংপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ মার্চ বিকেলে নরসিংপুর ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোয়ারাবাজার উপজেলা শাখার আহ্বায়ক মাধব রায়ের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায়
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম,হাজ্বী নুর আলম,আব্দুল মছব্বির আলম,আব্দুল আজিজ,মনিরুল ইসলাম,আব্দুর রউফ,জাহাঙ্গীর আলম পারভেজ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাইয়ুম,নুরুল ইসলাম নাহিদ, সেলিম উদ্দিন রানা,আমির উদ্দিন, জাকির হোসেন,জামাল উদ্দিন,মকবুল মিয়া,মনির হোসেন প্রমুখ।
এসময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে নরসিংপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করেন নরসিংপুর ইউনিয়ন যুবদল নেতা কয়েছ আহমদ,রফিকুর রহমান, রশিদ আহমদ,নুর মোহাম্মদ সুহেল,ফয়জুল ইসলাম বকুল,সৈদয় আহমদ, সাইফুর রহমান সুমন প্রমুখ।
কর্মী সম্মেলনে নেত্রীবৃন্দ নরসিংপুর ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী যুবদল গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।