দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
গরীব অসহায় মানুষের সহায়তায় সম্পদশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ
—–মাওলানা আব্দুস সালাম আল মাদানী
ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, সাম্প্রতিক বন্যায় ভাটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ-সিলেটসহ অনেক এলাকায় ভয়াবহ পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গরীব অসহায় মানুষের সহায়তায় সম্পদশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ। আর্থিক সহযোগিতার ক্ষেত্রে অকৃত্রিম ভূমিকা পালনকারী দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদেরকে তিনি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ জুন ২০২২ ইং) প্রত্যয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বন্যার্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দীন ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। সংগঠনের অর্থ সম্পাদক আবুল হাসনাতের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা একেএম ফরিদ উদ্দীন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা দিলোয়ার হোসেন ও সমাজসেবক আব্দুল আউয়াল। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল হাই বশির, রিয়াদুল হক মাহফুজ, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, আজাদ গনী, ডা. আব্দুন নুর, আবুল কালাম, জায়েদ হুসাইন, জসিম উদ্দিন সাগর, মাহবুবুর রহমান রোকন ও ফুল মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি, ক্ষেত-খামার, গবাদিপশুসহ মানুষের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। আমরা অল্প সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করেছি। মানবতার কল্যাণে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখতে চাই।
Leave a Reply