দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ব্যবসায়ীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকাল চারটায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ-বাংলাবাজার রোডে বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলীসহ চারজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ০৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর ব্যানারে ব্যাবসায়ী আপ্তাব মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লিয়াকতগঞ্জ-বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মোর্শেদ আলম, লক্ষ্মীপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর গনি, তৈয়ব আলী রতন, আব্দুল করিম, লেয়াকতগঞ্জ-বাংলাবাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ তালুকদার, দলিল লেখক মোস্তফা, সফিকুল ইসলাম রতন, হারুন অর রশীদ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী জয়নাল আবেদিন গেদা ও তার সন্তানদের অত্যাচারে সবাই অতিষ্ঠ। তাদের সন্ত্রাসী কার্যকলাপে বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগছে। বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলীসহ চারজনের উপর যেভাবে বর্বরোচিত সন্ত্রাসী হামলা করা হয়েছে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
Leave a Reply