সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এলজিইডি সুনামগঞ্জ এর উদ্যোগে জনপ্রতিনিধিদের সাথে
অভিঙ্গতা বিনিময় ভাগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১১ জুন) দুপুরে উপজেলার দোয়ারাবাজার সদর ও বাংলাবাজার ইউনিয়নের জনপ্রতিনিধিদেরকে নিয়ে মুক্তিযোদ্ধের ৫ নং সেক্টর বাঁশতলা সার্কিট হাউজে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
এলজিইডি (হিলিপ) প্রকল্পের সুনামগঞ্জ জেলা পরিকল্পনা সমন্বয়কারী (Distic Project Coordinator) মিজানুর রহমান খান’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার সদর (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ,জেলা জিবিকা পরিকল্পনা সমন্বয়কারী ( Project livelihood Coordinator) জিয়াউল হক, জেলা কর্ম সমন্বয়কারী (Distic CRMC Coordinator) হারুন অর রশিদ,
দোয়ারাবাজার উপজেলা এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী জসীমউদ্দিন,
বাংলাবাজার ও দোয়ারাবাজার সদর ইউপির সকল সদস্য, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সুনামগঞ্জ জেলা পরিকল্পনা সমন্বয়কারী
মিজানুর রহমান খাঁন জানান, হিলিপ(Hilip) এলজিইডি প্রকল্পটি ৫ টি কম্পোনেটে কাজ করে থাকে। ১ কম্পোনেট হচ্ছে কমিউনিকেশন। ২ কম্পোনেট হচ্ছে কমিউনিটি। ৩ কম্পোনেট বিল ব্যবস্থাপনা। ৪ এগ্রিকালচার, লাইভলিহুড।
তিনি আরো জানান, এই প্রকল্পটি দোয়ারাবাজার উপজেলায় ২টি বাজার উন্নয়ন, ৮ টি বক্স কালর্ভাট, ৫ টি গার্ডার ব্রীজ, ১ টি বাজার ঘাট উন্নয়ন, ৪ টি গ্রাম প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ, ৪ টি ইন্টারনাল সার্ভিস উন্নয়ন এবং এগ্রিকালচার এবং লাইভলিহুড কম্পোনেটে ট্রেনিং ও ডেমো প্রদান করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দোয়ারাবাজার উপজেলায় (হিলিপ)এর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। দোয়ারাবাজার উপজেলা একটি অবহেলিত এলাকা এই উপজেলার মানুষের দূর্ভোগ লাগবে (হিলিপ) এর উদ্যোগে আরো কিছু কার্যক্রম বাস্তবায়নের দাবী জানান তিনি।
প্রশিক্ষণ কর্মসূচীর আগে উপস্থিত জনপ্রতিনিধিদের কে নিয়ে প্রকল্পটির প্রতিনিধিগন উপজেলার নরসিংপুর,দোয়ারা সদর ও বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদশর্ন করেন।
Leave a Reply