সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধিঃ
মোঃ রিওন প্রামানিক জনি
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর
উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদীপাড়া গ্রামের সাদা মিয়ার বাড়িতে চেতনানাশক ঔষধ খাইয়ে বাড়ি চুরির ঘটনায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে, গোপন সংবাদের ভিত্তিতে, বিশেষ অভিযান চালিয়ে সৈয়দ আসাদুজ্জামান রানা (৩৫) নামে ১ জনকে পলাশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক ও তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ টিম।
জানা যায় যে, ধাপেরহাট ইউনিয়নের সাদী পাড়া গ্রামের সাদা মিয়ার বাড়িতে গত ১০ অক্টোবর/২১ইং দিবাগত রাতে দুষ্কৃতকারীরা সুকৌশলে খাবারের ভিতর চেতনানাশক জাতীয় বস্ত মিশিয়ে রাখে। বাড়ির লোকজন সেই চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে, দুষ্কৃতকারীরা সেই সুযোগে বাড়িতে প্রবেশ করে গভীর রাতে ২৭৮০০০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনায় গত ১৪ অক্টোবর/২১ইং সাদুল্লাপুর থানায় এজাহার দায়ের করেন বাদী সাদা মিয়া। যাহার মামলা নং ১৭, উক্ত মামলার এজাহার নামীয় আসামী সৈয়দ আসাদুজ্জামান রানা (৩৫), পিতাঃ মৃতঃ আবুল বাসার, গ্রামঃচালিতাদহ,থানাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধা কে ১৫ অক্টোবর/২১ইং শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে আসামীর নিজ এলাকা থেকে গ্রেফতার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক সহ সঙ্গীয় চৌকস পুলিশ টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সৈয়দ আসাদুজ্জামান রানা (৩৫) উক্ত চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এজাহার নামীয় আসামীকে পলাশবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান এ রকম চুরি ছিনতাই ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান।
Leave a Reply