সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো রিওন প্রামানিক জনি
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ সারাবিশ্ব ব্যাপী ২০২০ সালের প্রথমের দিকে এক ভয়ানক আতংক ছড়িয়ে পড়ে। যা এখনো বিশ্বে প্রতিদিন হাজার ছাড়িয়ে যাচ্ছে। এই ভয়াবহ মহামারি কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রবেশ করে ২০২০ সালের এপ্রিল মাসে। এই মহামারি করোনায় বাংলাদেশে এ পর্যন্ত ২০ হাজার মৃত্যু ছাড়িয়ে গেছে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে এই মহামারি করোনা থেকে দেশকে রক্ষা করতে লকডাউন সহ বিভিন্ন প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। এই ভাইরাস প্রথমে আঘাত করে শহর কেন্দ্রীক।পরে আস্তে আস্তে তা গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ে।এতে দেশে প্রায় প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু হার বেড়েই চলেছে। এ জন্য সরকার বিভিন্ন দেশ থেকে করোনা ভ্যাক্সিন সংগ্রহ পূর্বক দেশের জনগণকে ভ্যাক্সিন দেয়া শুরু করে।পর্যায়ক্রমে শতভাগ মানুষকে ভ্যাক্সিন দিতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এ কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে আজ ৭ আগস্ট/২১ইং সকাল ১০ টায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনেশন (সাইনোফার্ম) ক্যাম্পেইন এর টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
করোনা ভ্যাকসিন নিতে প্রত্যন্ত গ্রামীন জনপদের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়তে দেখা গেছে । সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, পুরুষ ও মহিলা আলাদা লাইনে দাঁড়িয়ে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করে। ধাপেরহাট ইউনিয়ন এর উক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আজ ১,২,৩ নং ব্লকের আঠার্ধ সকল বয়সের লোকজন এসে টিকা গ্রহণ করে। জাতীয় পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে তাদের এই টিকা প্রদান করা হয়। পর্যায়েক্রমে ধাপেরহাট ইউনিয়নের বাকি ওয়ার্ড গুলোতেও এই ভ্যাক্সিন দেয়া হবে বলে জানান টিকাদান কর্মসূচির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা।