নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ফুড প্যালেস হোটেল এন্ড রেষ্টুরেন্টে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এর অভিষেক ও ইফতার মাহফিলের আয়োজনে করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জনাব ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ফজলে রাব্বী বকু।
এ সময় জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব খালিদ মেহেদী হাসান বিপিএএ, পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড: সরদার সালাউদ্দীন মিন্টু, সংগঠনের সাবেক সভাপতি এ্যাড.শহীদ হাসান সিদ্দিকী স্বপন,কার্যনির্বাহী সদস্য কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম রফিক , সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, এপিপি এ্যাড. মোজাহার আলী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রিফাত হোসাইন সবুজ। আলোচন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নব নির্বাচিত কমিটিকে সম্মাননা স্মারক দিয়ে সংর্বধণা প্রদান করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের পরেই দোয়াও ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।