নওগাঁর ‘‘পোরশায়” যানবাহন চলাচলের বেহাল দশা।
বর্তমান বিশ্ব গতিময় যান্ত্রিক এবং প্রগতিশীল। এই গতিময় বিশ্বের প্রতিটি দেশের উন্নতি অনেকাংশে নির্ভর করছে তার সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার উপর।
মোহাম্মদ হোসেন (বাবু) পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশা উপজেলা একটি ধনী এলাকা। এখানকার লোকজনের সবদিক দিয়ে শান্তি থাকলেও একদিক দিয়ে তারা খুব ভোগান্তিতে আছেন।
সেইটা হল রাস্তা ঘাট ও পানি নিষ্কাশন ব্যবস্থা। এখানকার রাস্তাঘাট এত শরু যে ভারি যানবাহন চলাচল করা এবং কি মানুষ চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
এখানে,পানি নিষ্কাশনের সুষ্ঠু কোন ব্যবস্থা নেই। যার ফলে মাঝারি ও ভারী বৃষ্টিতে এখানকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যাই।
জনসাধারণের চলাফেরা খুব কষ্টসাধ্য হয়ে যায়। পোরশাতে গত দুই বছর আগে নামে মাত্র রাস্তার কাজ শুরু হলেও এখন পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। রাস্তাঘাট সম্পূর্ণ হলে, এলাকার লোকজনের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে এবং কি বিভিন্ন এলাকার লোকজন এখানে আসবে।
পোরশার জনসাধারণের দাবী আমাদের রাস্তার কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হোক।
Leave a Reply