নওগাঁর পোরশা উপজেলায় মো:রফিকুল ইসলাম একজন সফল আম চাষী।
মোহাম্মাদ হোসেন(বাবু)
নওগাঁ প্রতিনিধি :
রফিকুল ইসলাম তার প্রায় ৪ একর ভুমিতে নিজ উদ্যোগে আমরুপালী গাছ রোপন করেন।প্রতি বছর তিনি এ আম বাগান থেকে মোটামুটি ধরনের আম পেলেও এ বছর তিনি এতো আম পেয়েছে সত্যি তা অকল্পনীয়। তিনি রুপালী গাছের ফাকে,ফাকে পিয়ারা গাছও রোপন করেছেন।
তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান । আমার এই রুপালি বাগানের গাছের সঙ্গে সঙ্গে আমি পেয়ারা বাগান ও করতে পারবো।
এতে আমি একসঙ্গে দুটো ফল গাছ চাষাবাদ করতে পারব। এতে আরো বেশি লাভবান হওয়া যাবে।
তিনি আরো বলেন যে আমার বাগানে প্রায় ১২০০ আম রুপালী গাছ, তা থেকে ঝড় অথবা পচা বাদ দিয়ে হলোও ৬০০ থেকে ৭০০ মন মতো আম পাওয়া যাবে।তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।এবং তিনি আরো বলেন যে মানুষ পরিশ্রম করলে সবই সম্ভব।
আমি এমনিতে ফল পাই নাই। পরিশ্রম করেছি ফল পেয়েছি।
Leave a Reply