নওগাঁয় “আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
আরাফাত হোসেন হিমেল,নওগাঁ জেলা প্রতিনিধিঃ আজ সকাল দশটায চকদেব মাস্টার পাড়ায় “আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপ “নওগাঁ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
অসহায় ও দুঃস্থদের ২০০ টি পরিবারের মাঝে বিতরণ করেন। এর মধ্যে নগত ২০০ শত টাকা ও ৫ কেজি চাল ১ কেজি ডাল ইত্যাদি খাদ্য বিতরণ করেন সংগঠনটি।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব এস এম শামসুল আলম, জনাব নুরজাহান বেগম, জনাব মোঃ আতিকুর রহমান( ইউনিট লিডার) / সম্পাদক, উপদেষ্টা জনাব মোঃ খালেকুজ্জামান আনসারী।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জনাব আব্দুল মালেক, মো:অপু শেখ রাসেল, মোঃ ফাহিম ফয়সাল সহ “আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপ “নওগাঁ এর সদস্য বৃন্দ।
আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপ সর্বাদয় দেশ ও জাতির জন্য কাজ করতে পারেন জানো। সেই সাথে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে থেকে কাজ সুযোগ করতে পারি জানো।
Leave a Reply