আরাফাত হোসেন হিমেল, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের ভাঙা মসজিদ নামক স্থানে।
স্থানীয়দের তথ্য মতে জানা যায় যে বছরের পর বছর স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দেওয়া পরও হাপানিয়া ইউনিয়নের উল্লাসপুর-কুমুরিয়া গ্রামের যাতায়াতের অন্যতম মাধ্যম ভাঙা মসজিদ টু উল্লাসপুর এ রাস্তাটি আজ পর্যন্ত পাকা হয় নাই।
বর্ষাকালে যানবাহন তো দূরের কথা খালি পায়ে হাঁটাও যায় না এ রাস্তায়। অথচ নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে এর দূরত্ব মাত্র এক কিলোমিটার। বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও রাস্তাটি পাকা না হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতা কর্দমাক্ত রাস্তায় ধান গাছ লাগিয়ে এক অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছে।
এলাকায় বাসী বার বার ছোটে গিয়েছেন ওয়ার্ডের মেম্বার কাছে ও স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে কোনো প্রকার লাভ হয় নি। এই দিকে বৃষ্টি হলে রাস্তায় নিয়ে ভোগান্তি তে পড়েন এলাকায় বাসী। তাই রাস্তায় বাধ্যে হয়ে ধান গাছ রোপন করলেন বিক্ষুব্ধ জনতা।
এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এলাকায় দাবি হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের বেশি ভাগ মাটির রাস্তায় এই একাই অবস্থা। তাই এই রাস্তা গুলো দ্রুত পাকা করার দাবি এলাকায় বাসীর।
Leave a Reply