আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি নরসিংদী :
নরসিংদী স্টেশনে এক তরুণীকে হেনন্তার ঘটনার অভিযুক্ত মার্জিয়ার মুক্তি ও আধুনিক পোশাকের আড়ালে অশ্লীনতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ জুন ) সকালে নরসিংদী স্টেশনে আমার নরসিংদী বাসীর ব্যানের কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই আয়োজন করা হয়। স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বর্পূণ সড়ক পদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করে আধুনিক পোশাকের আড়ালে অশ্লীন পোশাক পড়ে স্টেশনে ঐ তরুণী ও দুই যুবকরা এসেছিল। তখন শিলা আক্তারসহ কিছু মানুষ তাদের বুঝানোর চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। শিলা আক্তারকে ফাঁসানো হচ্ছে। তিনি সমাজের ভালোর জন্য প্রতিবাদ করে ছিলেন। আমার তার নিঃস্বার্থ মুক্তি চাই। পাশাপাশি নরসিংদীতে কেউ অশ্লীন পোশাক পড়ে ঘুরাঘুরি করতে পারবে না। এমন হলে সবাই মিলে প্রতিবাদ করবো।
উল্লেখ্য, নরসিংদী রেলস্টেশনের প্যাল্টফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পড়নে ছিল জিন্স প্যান্ট ও টপস। তা দেখে স্টেশনে অবস্থানরত শিলা আক্তার প্রথমে ওই তরুণীকে আঘাত করে ও পরে আরও কয়েকজন ব্যক্তি তার ওপর হামলার করে। তরুণীর পোশাক ধরে শিলা আক্তার টানাটানি করে খুলে ফেলার চেষ্টা চালায়। পরে ভুক্তভোগী ওই তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নিয়ে তাকে বাঁচানোর আকুতি জানায়। এই ঘটনায় গত সোমাবার শ্লীলতাহানির অভিযোগে মো. ইসমাইল মিয়া (৩৫) একজনকে গ্রেফতার করে পুলিশ ও পরবর্তীতে অপর অভিযুক্ত শিলা আক্তারকে গ্রেফতার করেছে র্যামব-১১।