স্টাফ রিপোর্টার(মুন্সিগঞ্জ).
মোঃখায়রুল ইসলাম হৃদয়.
গজারিয়ায় নবগত ওসি মোল্লা সাহেব আলীর আগমন উপলক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন গজারিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
সেসময় গজারিয়া উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করেন প্রতেক ইউনিয়নের চেয়ারম্যানগন।সৌজন্য সাক্ষাৎ করেন,বাউশিয়ায়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,টেংগারচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি,বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল,ইমাম পুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান জিতু।
সৌজন্য সাক্ষাৎ কালে নবগত ওসি মোল্লা সাহেব আলীর সাথে
মিজানুর রহমান প্রধান জানান,
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদ এক সময় অবহেলিত ছিলো আমি চেয়ারম্যান হবার পর অনেকটাই পরিবর্তন এসেছে ইউনিয়নে সে থাকে ছিলো আপনাদের পুলিশ সদস্যের কঠোর শ্রম।দিন রাত আমাদের সেবা দিয়ে এসেছে গজারিয়া থানা পুলিশ। পুলিশের সার্বিক সহায়তা ছাড়া সন্ত্রাস,চাঁদাবাজ,চুরি,ছিনতাই, সহ বিভিন্ন রাষ্ট্র বিরোধী কাজরা বাউশিয়া থেকে নির্মূল করিতে পারিতাম না।
মিজানুর রহমান প্রধান ওসি মহোদয় এর সাথে আলাপ চারিতায় তার বাউশিয়া ইউনিয়নের সার্বিক বিষয় আলোচনা করেন।তার ইউনিয়ন কে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী পরিচালনা করে আসিতেছে।প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন করিতে প্রতিটি গ্রাম হবে শহরে তারি ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর আশ্রয়ায়ন পকল্প,সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসিতেছে।তার ইউনিয়নে অতীতে হানাহানি সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী,দলের চক্রান্ত মূলক কার্যকলাপ হলে ও তিনি চেয়ারম্যান হবার পর তাহ একেবারে নির্মুল করিতে না পারিলেও অনেকটা শক্ত হাতে প্রতিহত করিতে সক্ষম হয়েছেন।
আপনি সম্মানের সাথে মুন্সিগঞ্জ সদরে সেবা দিয়ে এসেছেন,আমি চাইবো তারি ধারাবাহিকতা বজায় রেখে আমাদের গজারিয়ায় জন্য সেবা দিয়ে যাবেন।আমিও আপনার কাজে সহায়তা করিবো সব সময় পুলিশ এবং জনপ্রতিনিধি এবং সুশীল সমাজ একত্রে এগিয়ে আসিলে অচিরেই গজারিয়া উপজেলা একটি আধুনিক মডেল উপজেলা হতে দেরি নয়।