স্বপন রবি দাশ, (হবিগঞ্জ) নবীগঞ্জঃ
নবীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাস অত্যন্ত সাহসী এক কর্মবীর অফিসার। আবার নিজ গুণে গুণান্বিত একজন ব্যক্তিও বটে। ভদ্র এবং সহজ সরল মনের অধিকারী বলে পুরো নবীগঞ্জ উপজেলায় সুনামের সহিত এই কর্মবীর অফিসার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন। গতকাল (৮জুলাই) দায়িত্ব পালনকালে মহানুভতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মবীর সহকারি কমিশনার ভূমি অফিসার উত্তম কুমার দাস। ভয়ানক প্রাণঘাতী করোনা ভাইরাস এর মহামারী প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। জননিরাপত্তার স্বার্থে দেশের সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে। করোনায় সচেতনতা মূলক মোবাইল কোর্ট পরিচালনা করার সময় রাস্তায় এক পাগল মহিলাকে উলঙ্গ অবস্থা দেখতে পান। নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাস বিষয়টি দেখতে পেলে উনাদেরকে (পথচারীদের) জিজ্ঞেস করে কোথায় উনার বাসা কখন উনাকে পাওয়া যাবে। পথচারীরা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসকে বিষয়টি বললে, কথা শুনে পরদিন পথচারী মহিলার জন্য ২ সেট শাড়ি, ব্লাউজ, সেলোয়ার এনে উলঙ্গ মহিলাকে নিজ হাতে কাপর পরিয়ে দেন এসিল্যান্ড এসময় একদল সেনাবাহিনী সহযোগীতা করেন। সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন।
একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এমন দায়িত্বপূর্ণ আচরণ মনোভাব ও মহানুভতা দেখে পথচারীরা খুশিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনসেবার জন্য প্রশাসন। এই মনোভাব বাংলাদেশের সকল স্তরের সরকারি কর্মকর্তাদের মাঝে বিদ্যমান থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে অনেকটাই সহজতর হবে। সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাসের এই অনন্য দৃষ্টান্তের মহানুবতা একটি মাইলফলক হয়ে থাকবে এই নবীগঞ্জ উপজেলায় ও সমগ্র বাংলাদেশে।
Leave a Reply