নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে হিজড়ার কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এক হিজড়া
কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর এলাকার মৃত একরাম উল্লার কন্যা সাথী আক্তর হিজড়া (২৬) এর সাথে পার্শ্ববর্তী এলাকা কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র কাহের মিয়া (২৮) ও আব্দুল কাদিরের পুত্র জাহেদ মিয়া(২২) এর পরিচয় ও সু-সম্পর্ক গড়ে উঠে।
সেই সুবাধে কাহের মিয়া (২৮) প্রায় সময়ই সাথী হিজরার বাড়িতে যাওয়া আসা করত। এরই এক পর্যায়ে দু’জনের সম্পর্ক ভালোলাগা থেকে ভালোবাসায় রূপ নেয়।
এবং কাহের মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে সাথী আক্তার হিজরার সাথে একাধিকবার শারীরিক মেলামেশা করা সহ বিয়ের পরিপূর্ণ আশ্বাস দিয়ে সংসারের বিভিন্ন প্রয়োজন দেখিয়ে পর্যায়ক্রমে সাথী হিজড়ার কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকা আত্মসাৎ করে।
সময়ের সাথে সাথে সাথী আক্তার হিজড়া কাহের মিয়াকে নিয়ে ঘর সংসার করার জন্য সংসার পাতিয়া দীর্ঘদিন যাবত সংসার করে। কাহের মিয়ার পরিবারকে বিভিন্ন ভাবে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করি। কিন্তু বিয়ের চাপ দিলে সে বিভিন্ন সমস্যা দেখিয়ে কাল ক্ষেপণ সহ নানা তাল বাহানা শুরু করে।
তারপর থেকেই কাহের মিয়া ও জাহেদ মিয়া প্রায় সময়ই আমার জান মালের ক্ষতি করার হুমকি দিতেছে। এ ঘটনার কিছু দিন পর ঘটনাস্থলে পাইয়া আমার পাওনা টাকা চাইলে। কাহের মিয়া ও জাহেদ মিয়া উত্তেজিত হইয়া আমাকে অক্ষত ভাষায় গালিগালাজ করে। এবং আমাকে জাপটাইয়া ধরে আমাকে এলোপাতাড়ি মারধর করে।
আমার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে কাহের মিয়া ও জাহেদ মিয়ার কবল থেকে আমাকে উদ্ধার করে। কাহের মিয়া ও জাহেদ মিয়া স্বাক্ষীঃ শেরপুর রোডের লাম্বা মিয়া, জীবন মিয়া, সাবান মিয়া, বৃষ্টি হিজরার সামনে আমাকে বলে রাস্তাঘাটে সুযোগমত একা পাইলে খুন করার ও হুমকি ও দেয়।
আরো বলে মিথ্যা মামলা দিয়া আমাকে হয় রানি করবে। অভিযোগে আরোও উল্লেখ আছে, গত ০৭-০৪-২০২১ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় এ ঘটনা ঘটে।
যে কোনো সময় কাহের মিয়া ও জাহেদ মিয়ার দ্বারা আমার জান মালের ক্ষতি হতে পরে। তাই আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করে নবীগন্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।