এস এম অলিউল্লাহ,নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে ২৫ বছর পূর্বে ভাইয়ের বিক্রয় করা জমি দখল করতে ক্রেতা মন মিয়া মেম্বার এর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ করেছেন রাজিয়া বেগম।
সরেজমিনে যাওয়ার পর স্থানীয় বাসীন্দা ও পার্শ্ববর্তী জমির মালিক রহিছ মিয়া, আইনুল হক, মঙ্গল মিয়া, মোবারক হোসেনসহ আরো অনেকে জানান, প্রায় ২৫ বছর পূর্বে নুরুল ইসলাম এর কাছ থেকে মন মিয়া মেম্বার ও তার ভাই ফুল মিয়া ৩৩ শতক জমি ক্রয় করেন৷ ক্রয় করার পর থেকে মন মিয়া মেম্বার ও ফুল মিয়ার পরিবার জমি ভোগ দখল করে আসছে। এতো বছর কেউ কোন অভিযোগ করেনি। কয়েক দিন আগে রাজিয়া বেগম অভিযোগ করেছে মন মিয়া মেম্বার তার লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। মন মিয়া মেম্বার এর কোন লাঠিয়াল বাহিনী নেই, মন মিয়া মেম্বার জমি ক্রয় করে আধা পাকা দালান সহ ভোগ দখল করেছে৷
অভিযোগকারীনি রাজিয়া বেগমের আপন বড় ভাই নুরুল ইসলাম বলেন, আমি আজ থেকে ২৫ বছর আগে মন মিয়া মেম্বার ও তার ভাই ফুল মিয়ার কাছে ৩৩ শতক জমি বিক্রয় করেছি৷ তার পর থেকে সে জমি ভোগ দখল করিতেছে। জমি বিক্রি করেছি ২৫ বছরের উপরে হয়েছে এত দিন কেউ অভিযোগ করেনি৷ হঠাৎ করে আমার ছোট বোন অভিযোগ করেছে মন মিয়া মেম্বার তার লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করেছে এটা মিথ্যা বানোয়াট। নুরুল ইসলাম আরো বলেন, কয়েক দিন আগে আমার বোন একটি খারিজ করেছে কি ভাবে করেছে আমি জানি না। তবে খারিজ বাতিল করতে আমি নারাজি দিয়েছি।
ক্রেতা মন মিয়া মেম্বার বলেন, আমি জমি ক্রয় করেছি নুরুল ইসলাম এর কাছ থেকে ২৫ বছর হয়েছে। তার দলিল ও আছে আমার কাছে। জমি ক্রয় করার পর তার পরিবারের কেউ অভিযোগ করেনি এত বছর। কয়েক দিন আগে তার বোন রাজিয়া পুলিশ সুপার এর বরাবর অভিযোগ করেছে আমি নাকি আমার লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করেছি। এটা মিথ্যা অভিযোগ৷
Leave a Reply