নবীনগরে সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এস এম অলিউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফী সৈয়দ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসায় বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সায়েদুল হক সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন, মোজাম্মেল হক মাস্টার প্রমুখ্য।
আয়োজকরা বলেন, মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আর্তমানবতার ও নবীনগরবাসীর সেবায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ইব্রাহিমপুর ইউনিয়নে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারের তত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। এর পূর্বেও বিটঘর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচী পালন করা হবে। নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম ইউনিয়ন-ইউনিয়ন চলমান থাকবে।
Leave a Reply