প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৩, ৫:১২ পি.এম
নরসিংদীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা :-
নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৯ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। জেলা আওয়ামী, শহর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকে। দলীয় নেতাকর্মীদের পদচারণায় একপর্যায়ে দলীয় কার্যালয়ের সম্মুখের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। কয়েক হাজার নেতাকর্মীর জয় বাংলার শ্লোগানে মুখরিত হয়ে উঠে কার্যালয় প্রাঙ্গন। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায়। জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ফ্রেমওয়ার্ক দিয়েছেন। দিয়েছেন শতবর্ষী ডেল্টা প্ল্যান। বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুকন্যার তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিষ্ময়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐকবদ্ধ হয়ে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, অর্থ বিষয়ক সম্পাদক মাজফুজুল হক টিপু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আইয়ুব খান মন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
উক্ত শোভাযাত্রা ও পথ সভায় শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 dainikbijoyerbani.com. All rights reserved.