আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।
নরসিংদী জেলা ও শহর কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন
নরসিংদী শহর কৃষক লীগের আহ্বায়ক ইকবাল হোসেন ভূইয়া, সদস্য সচিব কাজী ওমর ফারুক লোকমান, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নাঈম মিয়া,এড: জামাল মিয়া,মামুন মিয়া,শরীফ মিয়া,শাহীন মিয়াসহ কৃষক লীগের সকল নেতাকর্মীরা।
এসময় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতা থাকা অবস্থায় ১৯৯৫ সালের সার কিনতে যাওয়া ১৮ কৃষককে নির্মমভাবে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানা ভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
Leave a Reply