নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল :
আশরাফুল ইসলাম সবুজ ঃ
বিএনপি'র কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে নরসিংদী জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। সোমবার বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় চাকুরীজীবী নেতাদের বাদ দিয়ে ছাত্রদের দিয়ে ছাত্রদল গঠনের দাবি জানায় বিক্ষোভকারী ছাত্রদল নেতারা।
বিকেলে নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃতে ছাত্রদল নেতারা হাতে ঝাড়ু নিয়ে বিএনপির চিনিশপুর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানার মোড়ে প্রতিবাদ সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সদস্য সচিব মেহেদী হাসান রিফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, ইবনে আদেল শসি, সজিব, তৌসিফ , শুভ, বিজয় , বাবু, খলিল, স্বাধীন প্রমুখ।