নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ খাঁচায় মাছ চাষ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক পেলেন রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে বাঘাইকান্দি গ্রামে মৎস্য খামারী মঞ্জুর আলী।
আজ (২৫ জুলাই) মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ সম্মাননা স্মারক সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
এর আগে “নিরাপদ মাছে ভরবো দেশ“গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে নিয়ে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ে ও জেলা মৎস্য কর্মকর্তা মো: বেলাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় শতাধিক মৎস্য চাষীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
Leave a Reply