প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৩, ১১:১০ এ.এম
নরসিংদীতে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও কার্তুজসহ গ্রেপ্তার ২
আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ দুই জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন।
এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরাণ বাজারের পেছনের রাস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মধ্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে সহিদ মিয়া (৪৬) ও একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইয়াছিন (৩৮)।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২১ আগস্ট রাত ১১ঃ২৫ মিনিটে রায়পুরা থানার ওসি আজিজুর রহমানের তত্ত¡াবধানে উপজেলার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মুরাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে পাড়াতলীর কাচারিকান্দি পুরাণ বাজারের পিছনের রাস্তা থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিন নামক দুই জনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত ব্যাপাওে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.