প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ৪:২৬ পি.এম
নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার -২
নরসিংদীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ জুলাই) সকালে নরসিংদী সদর থানার জেলখানার মোড় ও সোমবার (২৪ জুলাই) সকালে শিবপুর ইটাখোলা এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া(২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৮)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার শমসুল আরিফিন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক আলামিন মিয়াকে ৩০ কেজি গাজা সহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা পিকআপটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার জেলখানার মোড় এলাকায় আবুল বাশারকে ৩ হাজার ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা মোটর সাইকেলটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.