প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৩, ১০:৫২ এ.এম
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ গ্রেপ্তার-৩৩
নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল, ৪৮৭ পিস ইয়াবা ও ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং বিভিন্ন অপরাধে ৩৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন সময়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানার বিভিন্ন স্হান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ৩৩ জনকে আটক করা হয়
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.