নরসিংদীতে প্রথম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানা স্মারক ও নৈশভোজের আয়োজন করলেন আশরাফ হোসেন সরকার ঃ
আশরাফুল ইসলাম সবুজ
(নরসিংদী জেলা প্রতিনিধি) :- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী শহরস্হ শেরেবাংলা ক্লাব প্রাঙ্গণে সন্ধ্যা ৭:০০ ঘটিকায় নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন সরকারের নিজস্ব উদ্যােগে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধাদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলার মধ্যে ছিল ৭১'রণাঙ্গনের প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এই প্রথম সম্মানা স্মারক প্রদান, গায়ের পড়ার শাল( শীত বস্ত্র) ও নৈশভোজের আয়োজন করেন
আলহাজ্ব আশরাফ হোসেন সরকারের।
অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আশরাফ হোসেন সরকার তার বক্তব্যে বলেন :- মহান বিজয় দিবস ইতিহাসের এক গৌরব গাঁথা দিন। বাঙ্গালির নিজস্ব জাতিসত্তার উম্মেসের দিন।এ দিনেই মহান স্বাধীনতার বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভুদ্যয় ঘটে স্বাধীনতা বাংলাদেশের। তা একদিনে অর্জিত হয়নি,দীর্ঘ নয় মাস আন্দোলন - সংগ্রাম ও নানান চড়াই - উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহবানে আপনারা (আজ যারা) বাঙালির জাতির সূর্য সন্তান ৭১' রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে এদেশ আলবদর, সামস, পাক হানাদার বাহিনীর কাছ থেকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ নামক একটি সোনার বাংলা পেয়েছি। আপনাদের ঋণ সুদ করা যাবেনা।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে আমাদের সূর্য সন্তানদের ( বীর মুক্তিযোদ্ধা) যে সুযোগ সুবিধা প্রদান করছেন, অতীতে কোন সরকার প্রধান করছেন কি না? তা আপনারা বা বীর মুক্তিযোদ্ধারা ভাল বলতে পারবে। আমি দোয়া করি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ ভাল রাখুক।উনি ভাল থাকলে আমরা ভাল থাকবো,দেশ ভাল থাকবে। জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যিনি পরিচিত নরসিংদী সদর আসন থেকে বার বার নির্বাচিত নৌকার মাঝি লে কর্ণেল অবঃ মোঃ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) এমপি মহোদয়ের নেতৃত্বে অতীতে যেমন জেলা আওয়ামী লীগ সুসংগঠিত, ঠিক ছিল, তেমনি বর্তমানেও জেলা আওয়ামী লীগের তৃণমূল বেতাকর্মীদের নিয়ে আরো বেশী সংগঠিত। আমরা সবাই হিরু ভাইয়ের নেতৃত্বে আছি, থাকবো (ইনশাআল্লাহ)।
পরিশেষে বলতে চাই :- আমি একজন সাধারণ নাগরিক। আমি আজ এ বিজয় দিনে আপনাদের মতন বীর মুক্তিযোদ্ধাদের একসাথে কাছে পেয়ে বা সন্মান করতে পেরে আমি ধন্য। আমি এদেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের পাশে আছি থাকবো ( ইনশাআল্লাহ)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:- নরসিংদী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা, বিশেষ অতিথি ছিলেন:- বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইঁয়া, জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ (কমান্ডার), সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ছোট্ট, বীর মুক্তিযোদ্ধা সামসু উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম,বীর মুক্তিযোদ্ধা এম,এ ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া,বীর মুক্তিযোদ্ধা সরোয়াদী,বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুজাম্মান,বীর মুক্তিযোদ্ধা ডাঃ সবুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাশেম মিয়াসহ আরো প্রমুখ বীর মুক্তিযোদ্ধা গণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের বত্তব্য শেষে মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজক আলহাজ্ব আশরাফ হোসেন সরকার নৈশভোজে অংশ নেন।