আশরাফুল ইসলাম সবুজ
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ।
রবিবার (৮ আগস্ট) নরসিংদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন নরসিংদী ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী - এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার। বক্তব্য রাখেন বীর মু্ক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ভূঞা রেজাউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএস এম ইবনুল হাসান ইভেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান।
বঙ্গবন্ধুর কর্মময় জীবনের প্রতি পরতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গমাতার গঠনমূলক অনুপ্রেরণার অবদান অনস্বীকার্য উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহীয়সী এ নারীর জীবনালেখ্য অনুসরণ করে স্বীয় প্রচেষ্টায় কর্মময় জীবনপথ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলায় সর্বমোট ৪২ জন কর্মোদ্যম চাহিদাসম্পন্ন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ৩০ জন দুঃস্থ নারীর মাঝে সর্বমোট ৬০০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
এর পূর্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নরসিংদী থেকে অবলোকন করা হয়।