নরসিংদীতে মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের আয়োজনে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ
আশরাফুল ইসলাম সবুজ
(নরসিংদী জেলা প্রতিনিধি)ঃ শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় নরসিংদী চিনিশপুর সিদ্দিকীয়া কমপ্লেক্স ও এতিমখানা প্রয়াত মেয়র লোকমান হোসেনের নামে গড়ে উঠে সামাজিক সংগঠন মেয়র লোকমান হোসেন মনিং ক্লাব আয়োজনে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মেয়র লোকমান হোসেন মনিং ক্লাবের সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক এনাম আহমেদ এর বিশেষ উদ্যোগ এ এবং অস্ট্রেলিয়ান প্রবাসী আরিফুর রহমান, এবং সংগঠন এর কতিপয় সদস্য ও কমিটির সহায়তায় সিদ্দিকীয়া কমপ্লেক্স ও এতিমখানা মাদ্রাসার ছাত্রদের শীতবস্ত্র কম্বল উপহার দেয়া হয়।
এসময় প্রয়াত মেয়র লোকমান হোসেনের জন্য বিষেয় দোয়া করা হয় এবং সকলের সু স্বাস্থ্য কামনা করে ও সকলের দান কবুলিয়াতের জন্য বিশেষ মোনাজাত করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন মেয়র লোকমান হোসেন মনিং ক্লাবের সভাপতি জাকির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শামসুল হুদা আনসারি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিরউদ্দিন খান, কার্যকরি সদস্য নাসির উদ্দিনসহ অত্র মাদ্রাসার মুহতামিম ও অনান্য সদস্যবৃন্দ ।