আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :
নরসিংদীতে রেল আইন না মানায় ট্রেনে কাটা পড়ে প্রাণের এমন অপচয় ঘটছে নিয়মিতই। এরপরও নেই জনসচেতনতা, রেলপথের দুই পাশে ১০ ফুট করে ২০ ফুট এলাকায় সব সময় ১৪৪ ধারা জারি থাকলেও হরহামেশাই এ আইন ভাঙছেন পথচারীরা। তাই এবার কঠোর হচ্ছেন নরসিংদী রেলওয়ে পুলিশ। আজ দুপুর ১২ টা দিকে দেখা গেছে রেলওয়ে পুলিশ ফাঁড়ি এটিএসআই মোরাদ এর নেতৃত্বে রেললাইনে বসে গল্প করা ও আড্ডা দেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্ত নিচ্ছে।
সকালে নরসিংদীর বিভিন্ন কলেজ ৮/১০ জনকে আটক করেন। পরে কিছু সময় আটকে রেখে রেললাইনে বসে আর আড্ডা বা গল্প করবেনা এমন মোস্তখাত দিয়ে ছেড়ে দেওয়া হয়।
রেললাইনে বসে গল্প করা বা হেঁটে পারাপার বন্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি এটিএসআই মোরাদ জানান,ঝুঁকি নিয়ে সড়ক পারাপার বা রেললাইন ধরে অবিরাম হেঁটে চলাচলরত
মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। ইতিমধ্যে এর উপর নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন স্কুল ও কলেজে চিঠি দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন রেললাইনে বসে আড্ডা ও গল্প দেওয়া রুখতে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply