আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি( নরসিংদী) :
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নরসিংদী জেলার দুইটি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যার মধ্যে নরসিংদী সদর উপজেলায় দুইটা আর রায়পুরা উপজেলা দশটি। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রবিবার (১০ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী নরসিংদী জেলা দুইটি উপজেলা ১২টি ইউনিয়নে মনোনয়ন পেয়েছে নরসিংদী সদর উপজেলা দুইটিতে আলোকবালি ইউনিয়ন –
১.মোঃ দেলোয়ার হোসেন সরকার ২. চরদিঘলদী ইউনিয়ন
মোঃ দেলোয়ার হোসাইন। আর রায়পুরা উপজেলার ১০ টি
১.আমিরগঞ্জ ইউনিয়ন – শাহানা বেগম ২.বাঁশগাড়ী ইউনিয়ন মোঃ আশরাফুল হক,৩.চরসুবুদ্দি ইউনিয়ন – নাছির উদ্দীন ৪.চরমধুয়া ইউনিয়ন – মোঃ নূর আলম ফকির ৫.হাইরমারা ইউনিয়ন – মোঃ কবির হোসেন ৬.মির্জানগর ইউনিয়ন – মোঃ হুমায়ুন কবির সরকার ৭.মির্জাচর ইউনিয়ন – মোঃ ফিরুজ মিয়া ৮.নিলক্ষা ইউনিয়ন – মোঃ তাজুল ইসলাম
৯.শ্রীনগর ইউনিয়ন – মোঃ রিয়াদ মোর্শেদ খান ১০.পাড়াতলী ইউনিয়ন – মোঃ ফেরদৌস কামাল।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর। সারা দেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply