আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ তাসমিয়া রশিদ নোভা নামে এক নারীকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাজীপাড়া এলাকার আকবর আলীর মেয়ে। বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর মডেল থানার যোশর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি সবুজ রংয়ের প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য নরসিংদীর দিকে আসতেছে এমন গোপন তথ্য পায় থানা পুলিশ। পরে ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসষ্ট্যান্ডের নিকট পৌঁছলে গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। এসময় প্রাইভেটকারটির চালক গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যোশর সড়কে ঢুকে যায়। পুলিশী ধাওয়ার এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর চালক দিশেহারা হয়ে গাড়ী বন্ধ করে গাড়ীটি যোশর গাবতলী এলাকার একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যায়। এসময় গাড়ীতে থাকা তাসমিয়া রশিদ নোভাকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশী করে গাড়িতে থাকা ২টি কালো রংয়ের কাপড়ের ট্রাভেলিং ব্যাগের ভিতরে নীল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ওজনের ২৬টি প্যাকেট ও ২ কেজি ওজনের ২টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব পেকেট সর্বমোট ৩০ কেজি গাঁজা রয়েছে। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। এসময় গাঁজা বহনকারী প্রাইভেটকারটি জব্ধ করা হয়ছে।
এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।