নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঃ
আশরাফুল ইসলাম সবুজ (নরসিংদী জেলা প্রতিনিধি)ঃ
নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ২ নং ওর্য়াড় আওয়ামীলীগের নেতাকর্মীরা। উক্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়নের একমাত্র বীর মুক্তিযুদ্ধ মাইনউদ্দিন মিয়া। এই সময় তিনি বলেন আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে র্গবিত যে বিজয় ৪৯ বছরের পরেও নতুন প্রজম্ম বীর শহিদের করে।
উক্ত আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান আইয়ুব। তিনি তার বক্তব্যে বলেন সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামের বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি ছিল তারা। এখনও ‘জাতিগতভাবে আমরা সকল সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি। তাই বিজয়ের এই দিনে সকল সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে নতুন করে প্রত্যয় নিতে হবে। যতদিন না পর্যন্ত এই দেশ থেকে সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা যায়, আমাদেরকে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু সেই সংগ্রামের বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি ছিল তারা এখনও রয়েছে। তাদেরকে এখনও পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। কিন্তু আমরা দীর্ঘ ৪০ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, তাদের প্রত্যাখ্যান করতে পেরেছি।’
বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে উল্লেখ করেন ‘আমরা নিজ অর্থায়নে যেমনি পদ্মাসেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিজয়ের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।’
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নিকচান মেম্বার, সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম জহির , এম এ শারফিন শাহ, সিরাজুল ইসলাম মোল্লা, খোকা মিয়া, ইকবাল মেম্বার, রায়পুরা উপজেলা মুক্তিযুদ্ধালীগের সভাপতি হুমায়ুন কবির গুফুর , আবদুল আলী, শাহিন সরকার, শাহিদ মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।