নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় :
আশরাফুল ইসলাম সবুজ : নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সাথে মতবিনিময় করেছে নরসিংদীর প্রেস ক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান তাকে এবং তার প্রশাসনকে সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, নরসিংদী প্রেস ক্লাব তথা সাংবাদিকদের কল্যানে আমি সব সময় পাশে থাকবো।
এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া।
Leave a Reply