আশরাফুল ইসলাম সবুজ
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী পিএএ' এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্ৰামে এ ঘটনা ঘটে।
পলাশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মোঃ সাইফুল খন্দকারের স্কুল পড়ুয়া মেয়ের সাথে পাশ্ববর্তী উপজেলা শিবপুরের চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের শহিদুল সরকারের ছেলে মোঃ আল আমিন (২৬) এর বিয়ের আয়োজন চলছিলো।
এমন খবর পেয়ে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ' এর নির্দেশে মেয়ের বাড়ি গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেই। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দেন মেয়ের বাবা মোঃ সাইফুল খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম বক্স, জিনারদী ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য কাজল রেখাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।