আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :-
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার (সাবেক মন্ত্রী পরিষদ সচিব) নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে "স্মার্ট কর্ণার" উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকালে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নেয়া "রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিস গুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে "স্মার্ট কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি আরো বলেন, স্মার্ট কর্ণার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ,সরকারের উন্নয়ন,সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস 'ও তথ্য পাবে। এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগব করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদীর সভাপতি জি এম তালেব হোসেন এবং সঞ্চালনা করেন পীরজাদা কাজী মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল মজিদ মাহমুদ চন্দন,সহ-সভাপতি হাবিবুর রহমান,সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া,সহ-সভাপতি হাজী ইকরামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড : কেরমত আলী,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ড.মাসুদা সিদ্দিক রোজি,আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকন, কোষাধক্ষ্য মাহফুজুল হক টিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সাজেদুল ইসলাম অপু, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার,উপ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া,সদস্য ভাস্কর অলি মাহমুদ, নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান, জেলা তাতীঁলীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু,নরসিংদী জেলা ছাত্র লীগের সভাপতি আহসানুল হক রিমন,সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন প্রমুখ।
স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে কবির বিন আসী হিসাবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি এবং প্রকৌশলী মোঃ তানভীর হাসান তালাশ সহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্যরা।