প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৩:৫২ পি.এম
নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ এর ফল উৎসব অনুষ্ঠিত
নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে দেশী ও বিদেশী ফল সম্পর্কে পরিচিতি ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব আয়োজন করেন পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ।
আজ শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এমপি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলি, নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সায়লা খাতুন উদ্দিন, বিজয় টিভি জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
১১টি স্টল নিয়ে শিক্ষার্থীরা এ ফল উৎসবে মেতে উঠে। যার মধ্য আম,ডে ফল, লিচু, কলা, চালতা, কামরাঙা,জলপাই, মন্ডল, পেঁপে, তাল, কদবেল, নারিকেল, বেতফল, অরবড়ই, রেড ফ্লোট , দেশীয় খেজুর ও বিদেশী ফলসহ ১৫৬ প্রজাতের ফল।
এসময় স্টল ঘুরে ঘুরে ফলের প্রদর্শনী দেখেন বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকসহ দর্শনার্থীরা। প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 dainikbijoyerbani.com. All rights reserved.