নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এর কোন বিকল্প নেই বলেন নাগরিক কমিটি
আশরাফুল ইসলাম সবুজ
(নরসিংদী জেলা প্রতিনিধি)ঃ
শনিবার (১৯ ডিসেম্বর) নরসিংদী পৌরসভা মিলনায়তনে
বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতির আলোকে এবং সমৃদ্ধ নরসিংদী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আলহাজ্ব আবদুল মতিন ভূঞা, চেয়ারম্যান, জেলা পরিষদ, নরসিংদী ও প্রধান উপদেষ্টা, নরসিংদী নাগরিক কমিটি।
সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আলী, সভাপতি, নরসিংদী নাগরিক কমিটি ও সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ।
সভা সঞ্চালনা করেন ড. মশিউর রহমান মৃধা, সাধারণ সম্পাদক, নরসিংদী নাগরিক কমিটি ও অধ্যক্ষ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ।
সভায় উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ, জনাব সূর্য কান্ত দাস, সাবেক অধ্যক্ষ, নরসিংদী সরকারি কলেজ, সাবেক নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল, আবুল কালাম, প্রফেসর নূরজাহান বেগম, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিএম তালেব হোসেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের প্রফেসরবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আইনজীবী, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
নাগরিক কমিটির আজকের মত বিনিময় সভায় দলমত নির্বিশেষে সকল মানুষের একটা ই বক্তব্য ছিল নরসিংদীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেয়র কামরুজ্জামান কামরুল কে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করা।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া বলেন সকল মানুষের মিলিত প্রচেষ্টায় আমরা বিপুল ভোটে মেয়র কামরুজ্জামান কামরুল কে পুনরায় মেয়র নির্বাচিত করে হাতকে শক্তিশালী করব এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।
নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী স্যার বলেন নরসিংদীর উন্নয়নের জন্য মেয়র কামরুজ্জামান যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়।
নাগরিক কমিটির সদস্য সচিব ডক্টর মশিউর মৃধা বলেন প্রয়াত মেয়র লোকমান হোসেনের অসমাপ্ত কাজগুলো কে তাঁর ই অনুজ মেয়র কামরুজ্জামান কামরুল সুন্দরভাবে সমাপ্ত করছেন।
আরো বক্তব্য,বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, রাখেন প্রফেসর সূর্যকান্ত স্যার, অধ্যাপক অহিভূষন চক্রবর্তী, প্রফেসর গোলাম মাহমুদ, প্রফেসর নূরজাহান বেগম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক, মাজহারুল পারভেজ মন্টি সহ সকলেই মেয়র কামরুজ্জামান কামরুল এর করোনা কালীন সহায়তা কথা উল্লেখ করে বলেন নরসিংদীর উন্নয়নের জন্য এমন একজন মানবিক মেয়র আামাদের দরকার
তাছাড়া বক্তব্য রাখেন চেম্বার অফ কমার্সের পরিচালক আনিসুর রহমান ভূঁইয়া। নরসিংদী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ভূঁইয়া সহ সমাজের নানা পেশাজীবী মানুষের বক্তব্যে একটি কথাই ফুটে উঠেছে নরসিংদীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং নরসিংদীকে একটি আধুনিক ও মায়াময় শহর হিসেবে গড়ে তোলার জন্য মেয়র কামরুজ্জামান কামরুল এর কোন বিকল্প নেই।