নরসিংদী বাসিকে ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত জেলা ছাত্রদল ঃ
আশরাফুল ইসলাম সবুজ ঃ
নরসিংদী বাসিকে নরসিংদী জেলা ছাত্রদলের পক্ষে হতে ধর্মপ্রাণ মুসলীমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলা নবগঠিত ছাত্রদলে আহবায়ক নজরুল ইসলাম অপু এবং সদস্য সচিব মাঈনুদ্দিন ভূইয়া।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় নজরুল ইসলাম অপু বলেন-মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ সংকটকাল অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিলগ্নে অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ সারাবিশ্বের মানুষের মনে এক আনন্দের বার্তা পৌঁছে দেয়। কিন্তু এবারের ঈদ নিরানন্দ করে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।
নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য সচিব মাঈনুদ্দিন ভূইয়া বার্তায় জানান, ঈদের আনন্দ বয়ে আসুক মানুষের ঘরে ঘরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবো। নিজে ভালো থাকবো এবং পরিবারকে সুখে রাখবো।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পৃথিবীর সকল মানুষকে এই মহামারী থেকে রক্ষা করতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন,পাশাপাশি তিনি দেশের সর্বস্তরের মানুষকে ঘরে থাকতে এবং স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন- তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করেন। ঈদের আনন্দ বয়ে আসুক প্রতি ঘরে ঘরে.... ঈদ মোবারক।