আসাদুজ্জামান শেখ :: ঝালকাঠীর নলছিটিতে আজ ভোক্তা অধিকার এর অভিযানে দুটি ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
রবিবার দুপুর ০১১.৩০ মিনিটে নলছিটি উপজেলার হাসপাতাল রোডে অবস্হিত মা মেডিকেল হল, প্রোঃ লিটন দাস এবং জনতা ড্রাগ হাউজ, প্রোঃ সঞ্জীব মন্ডল, এ দুটি ফার্মেসীতে অভিযান চালান সাফিয়া সুলতানা, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, ঝালকাঠী। অভিযান চলাকালে মা মেডিকেল হলে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি এবং বিক্রয়যোগ্য নহে স্যাম্পলের ঔষধ সহ নিষিদ্ধ জিনসিন সিরাপ পাওয়া গেলে তাকে ভোক্তা অধিকার পাচ হাজার টাকা জরিমানা করা সহ তাকে দ্রুত লাইসেন্স করার নির্দেশ দেন। অন্যদিকে পাশাপাশি অবস্থিত জনতা ড্রাগ হাউজে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিক্রয়যোগ্য নহে ঔষধের স্যাম্পল জব্দ করে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং স্যাম্পলকৃত ঔষধ ভবিষ্যতে দোকানে না রাখাতে ও বিক্রয় না করার কঠোর নির্দেশ প্রদান করেন।
এ ধরনের অভিযান কতদিন চলবে জানতে চাইলে জনবাণীকে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, যতদিনে ভোক্তাদের অধিকার সঠিক ও সমুন্নত ভাবে প্রতিষ্ঠা হবে না ততদিন আমাদের এ কার্যক্রম চলবে। প্রত্যেক প্রতিষ্ঠান সরকারি বিধিমোতাবেক পরিচালিত হবে। যার সুফল প্রত্যেক নাগরিক ভোগ করবে। এজন্য তিনি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।
Leave a Reply