সাজিদুল করিম,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ৯টা ১৬ মিনিটের সময় এই ভূকম্পন অনুভূত হয়। এসময় আতঙ্কে অনেকেই ঘরের বাইরে বের হয়ে আসেন। তবে ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি জানান, ভূকম্পনের সময় তিনিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তার অফিস কক্ষেই ছিলেন।
কম্পনের পর পরই তিনি বিভিন্ন স্থানে খবর সংগ্রহ করার চেষ্টা করেন। প্রাথমিক তথ্যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই সাথে ক্ষয়ক্ষতির খবর পেলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি।