সাজিদুল করিম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের উপলশহরে স্কুলছাত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল করার অভিযোগে জমশেদ আলী নামের এক কাঠ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার।
এ সময় স্থানীয়রা জানান, দুই মেয়ে ও এক ছেলের জনক জমশেদের বিরুদ্ধে নারী আসক্তির অভিযোগ দীর্ঘদিনের। একই গ্রামের ওই স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের কারণে নিয়মিত সেখানে যাতায়াত করতো সে। একপর্যায়ে নানা প্রলোভনে ওই স্কুলছাত্রীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। সম্পর্কের অবনতি হলে ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পরিবার ও ওই ছাত্রীকে দেখিয়ে ব্লাকমেইল এবং ভয়ভীতি দেখাতে থাকে। নির্যাতনে অতিষ্ট হয়ে ওই ছাত্রীর পরিবার তাকে নিয়ে ঢাকায় চলে যায়। সেখানেও নানা হুমকি দিতো জমশেদ। এরই মধ্যে ওই ছাত্রীর সঙ্গে অর্ধনগ্ন অন্তরঙ্গ একটি ছবি ইমোতে পরিচিত জনদের কাছে পাঠায় জমশেদ। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে মেয়েটিকে নষ্টা প্রমাণ করতে আরও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকিও দেয়।
এ ব্যাপারে ইউপি মেম্বার নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, জমশেদ মেয়েটিকে নানাভাবে ব্লাকমেইল ও পরিবারকে হুমকি দিলে পুরো পরিবার এলাকা ছেড়ে ঢাকায় চলে যায়। তাকে বারবার নিষেধ করলেও আমলে নেয়নি।
এ ব্যাপারে মেয়ের জ্যাঠা বলেন, জমশেদের অত্যাচারে তার দিনমজুর ভাই পুরো পরিবার নিয়ে ঢাকায় চলে যায়। পরে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করা হলেও জমশেদ পাত্রপক্ষকে আপত্তিকর ছবি পাঠিয়ে বিয়ে ভেঙে দেয়।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে গতকাল বিকাল সোয়া ৫টার দিকে জমশেদকে আটক করে বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন ও শামসুল ইসলাম।