নানিয়ারচরে ১১৩পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
।।মাহাদী বিন সুলতান।।
রাঙামাটির নানিয়ারচরে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ মে) সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকার অসহায় ও দুস্থ ৯০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (নগদ অর্থ) বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৫০০পরিবারসহ মোট ২০০০পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হবে। এরই ধারাবাহিতায় অদ্য তারিখে ইসলামপুরে ৯০টি অসহায় পরিবারের মাঝে নগদ ৫০০টাকা হারে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালেক, ২নং ওয়ার্ড সদস্য মোঃ নুর ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনের কুলছুম বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গনে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার পক্ষ থেকে ২৩টি অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।