নানিয়ারচরে নেতাকর্মীদের সাথে পিসিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
।।মাহাদী বিন সুলতান।।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রবিবার বিকালে দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং বাঘাইছড়ি পৌরসভা সাবেক মেয়র আলমগীর কবির।
এসময় পিসিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি নুর জামাল হাওলাদার, পার্বত্য মহিলা পরিষদের কেন্দ্রীয়
সহ-সভাপতি আসমা আক্তার, সাবেক ছাত্রনেতা সোহেল রিগ্যান, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও পিসিএনপি’র রাঙামাটি জেলা কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক প্রমূখ।
এসময় আলমগীর কবির বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মূলত “দেশপ্রেম, সম্পৃতি ও উন্নয়ন” এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলছে। সকল জাতিগোষ্ঠী নিয়েই আমাদের পথচলা। এই অঞ্চলের সকল ধর্ম-বর্ণের মানুষ যাতে দেশের অখণ্ডতা বজায় রেখে পথ চলে সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোন কুচক্রী মহল যাতে এই পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। পাহাড়ি বাঙালী আলাদাভাবে না ভেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এমনটাই হোক আমাদের প্রত্যশা।
Leave a Reply