তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দরিল্ল্যা বাজারে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন ও আজিজুন্নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১১ জুলাই) এ সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
সাবেক প্রধান শিক্ষক ও বর্তমানে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট অফিসার পদে নিয়োজিত মোহাম্মদ কামাল উদ্দিন কে এক সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্টানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও সাবেক পুবালী ব্যাংকের জিএম হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু,নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান সিদ্দিকী,এছাড়াও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মতিউর রহমান,অবসারপ্রাপ্ত শিক্ষক মোস্তফা,সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,ইউপি সদস্য আবুল খায়ের হিমেল সহ প্রমুখ।
এসময় সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন কে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বিভিন্ন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এসময় সংবর্ধিত কামাল উদ্দীন আবেগউৎফুল্ল হয়ে যান।
তৌহিদুল ইসলাম সরকার,
০১৩১১-২৮৭০৭৩
১১/০৭/২০২৩ইং