নারায়নগন্জ জালকুড়ির বাসিন্দারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ
নারায়ণগঞ্জ শহর ও শহরতলি এলাকায় ব্যাপকভাবে বেড়েছে মশার উপদ্রব। ঘরে ও বাইরে কিংবা কর্মস্থলে কোথাও রেহাই পাওয়া যাচ্ছে না মশার অত্যাচার থেকে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা এই নিয়ে করছেন ব্যাপক সমালোচনা। শুধু বসতঘর বাড়ি অফিস-আদালত নয় মশার উপদ্রব থেকে চলতি পথেও রেহাই পাওয়া যাচ্ছে না।
জালকুড়ি এলাকার বাসিন্দা রোমান ইসলাম বলেন, মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। কোথাও এক মিনিট নিরাপদে বসা যাচ্ছে না। ইলেকট্রিক ব্যাট, অ্যারোসল, কয়েল জ্বালিয়েও মশার অত্যাচার থেকে রেহাই পাচ্ছি না। মশার ভনভনানিতে দিনে ও রাতে কোনো শান্তি নেই। অনেক বাসায় দিনের বেলাতেও ঘুমাতে গেলে মশারি টানাতে হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব অনেক গুণ বেড়ে যায়। মশার উপদ্রবে কমলমতী শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। মশক নিধনের নগর কর্তৃপক্ষের কার্যকর কোন পদক্ষেপ নেই। দীর্ঘদিন সিটি করপোরেশনের মশানিধন কার্যক্রম এলাকায় না থাকায় মশা এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠছে যে, ঘরোয়াভাবে মশা নিধন করা যাচ্ছে না।
স্থানীয় চিকিৎসক ডা.মোঃ সাইফুল আলম বলেন, এমন পরিস্থিতিতে অতিসত্বর মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণ না করতে পারলে মশাবাহিত বিভিন্ন রোগের ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ব্যপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী সবাই অতি দ্রুত মশা নিয়ন্ত্রণে জন্য সরাসরি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেছেন।