নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক অফিসার নির্বাচিত হন পটুয়াখালী জেলার এসআই রিমা আক্তার।
অদ্য ২৫ ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ বরিশাল রেঞ্জ পুলিশের সুযোগ্য অভিভাবক জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম, ডিআইজি,বাংলাদেশ পুলিশ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জানুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ এর অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক অফিসার নির্বাচিত হন পটুয়াখালী জেলার এসআই রিমা আক্তার।
গত ০৭ জানুয়ারী ২০২১ খ্রিস্টাব্দ মির্জাগঞ্জ থানা এলাকায় একজন বাক প্রতিবন্ধী মেয়েকে পেয়ে ০৯ জানুয়ারী ২০২১ খ্রিঃ পর্যন্ত থানায় পরিচর্যা ও সেবা প্রদান করা হয়। মেয়েটি আলতোভাবে শুধু 'ওপাড়' কথাটি ছাড়া আর কিছুই বলতে পারছিল না। সেই 'ওপাড়' এর রহস্য উন্মোচন করতে গিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় খোঁজখবর নেয়ার পর তার ( ঝুমুর, বয়স-১৭) সন্ধান মেলে ঝালকাঠি জেলায় কাঠালিয়া থানার কচুয়া গ্রামে। অতঃপর ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
বিশেষ উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে থানায় স্থাপিত নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এর কার্যক্রম শুরু থেকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে পটুয়াখালী জেলা পুলিশ। ইতোমধ্যে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় এ ডেস্কের অনেক সাফল্যও অর্জিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এ অর্জন ভবিষ্যতে উক্ত ডেস্কের কার্যক্রম নিঃসন্দেহে বহুগুণে ত্বরান্বিত করবে।